প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি মনোনীত ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গতকাল বৃহস্পতিবার পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ডের নহরপুর গ্রামে সন্ধ্যায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী আংগুর মিয়া। আফজল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী কনর মিয়া, মোস্তফা মিয়া, ফিরোজ মিয়া, মোঃ জয়নাল আবেদীন, মোঃ লাভলু মিয়া প্রমুখ। সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, ২০ দলীয় জোটের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর নবীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ক্ষেত্রে নবীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিণত করার সুযোগ দেয়ার আহবান জানান।