স্টাফ রিপোর্টার \ প্রধানমন্ত্রী, সজীব ওয়াজেদ জয়, অর্থমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর ছবি বিকৃত করে দেয়া ফেইসবুকের একটি পোষ্টকে শেয়ার করায় আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজের অফিস সহকারী মহিদুল ইসলাম (৪৫)কে গণধোলাই দিয়েছে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা। পরে পুলিশ তাকে আটক করেছে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আমির হামজা বাদী হয়েছে মহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মহিদুল আজমিরীগঞ্জের জলসুকা ইউনিয়নের মাধবপাশা গ্রামেরমৃত ধন মিয়ার পুত্র।
জানা যায়, বিগত ২০১৩ সনের ৩০ অক্টোবর ‘বাশের কেলা’ নামে ফেইজবুক আইডি থেকে একটি সচিত্র পোষ্ট দেয়া হয়। পোষ্ট এরকম- একটি ধাড়ি পালার একদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুত্র সজিব ওয়াজেদ জয়, গনজাগরণ মঞ্চের মূখপাত্র ড. ইমরান এইচ সরকার ও অন্যান্য মন্ত্রীবর্গনসহ মোট ৯ জনের ছবি বিকৃত করে রাখা হয়। এর অপর পাশে পালায় একটি জুতা রাখা হয়। এর পাশে রাজাকার হিসেবে অভিযুক্ত মাওঃ সাঈদী’র ছবি। ছবির উপর অংশে’লেখা- ‘সারা বাংলার বেঈমান ও মোনাফিকরা আলামা সাঈদীর জুতার সমানও হবে না!’ ওই পোষ্টটি আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজের অফিস সহকারী মহিদুল ইসলাম শেয়ার করেন। এটি নজরে পরে আজমিরীগঞ্জ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের। এতে তারা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এর অংশ হিসেবে গতকাল দুপুরে চাত্রলীগ ও যুবলীগ কর্মীরা কলেঝে গিয়ে মহিদুলকে গণধোলাই দেয়। এ সময় খবর পেয়ে আমিরীগহ্জ থানার এসআই হুমায়ূন কবির ও এসআই সাইদুল ইসলমের নেতৃত্বে পুলিশ গিয়ে মহিদুলকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে ছাত্রলীগ আজমিরীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ আমির হামজা বাদি হয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের বিরুদ্ধে কঠুক্তি করার অভিযোগ এনে মহিদুলের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করেছে।