শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দালালসহ গ্রেফতার ৩ মৃত্যুর ২ দিন পর চুনারুঘাটের জহুর আলীর লাশ হস্তান্তর শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক আগামী মঙ্গলবার পইল ঐতিহ্যবাহি মাছের মেলা নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা শহরের যানজট নিরসনে গুরুত্ব দিয়ে কাজ করবে পৌরসভা নবীগঞ্জ-রুদ্রগ্রাম রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন মাধবপুরে জাতীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০

মেয়র প্রার্থী জিকে গউছের নির্বাচনী পথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব শাহজাহান \ আল­াহর ওয়াস্তে জিকে গউছকে ভোট দিয়ে তার মুক্তির পথ সুগম করুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ৪৬৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

প্রেস বিজ্ঞপ্তি \ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান বলেছেন- জি কে গউছ একজন জনদরদী নেতা। তিনি মানুষের কল্যাণে কাজ করছেন। এই হবিগঞ্জ শহরকে আধুনিক শহরে রূপান্তর করেছেন। অতিতের সকল রেকর্ড ভঙ্গ করে হবিগঞ্জ শহরে ব্যাপক উন্নয়ন করেছেন। শহরটিকে অত্যান্ত সুন্দর করে সাজিয়েছেন। সুখে দুখে মানুষের পাশে থেকেছেন। কিন্তু সেই মানুষটি আজ চার দেয়ালে বন্ধি। মিথ্যা অভিযোগে তাকে কারারূদ্ধ করে রাখা হয়েছে। তাই আল­াহর ওয়াস্তে জি কে গউছকে একটি ভোট দিয়ে তার মুক্তির পথকে সুগম করুন। জি কে গউছের পরিবার ও বিএনপি হবিগঞ্জ পৌরবাসীর কাছে কৃতজ্ঞ থাকবে। তিনি গতকাল হবিগঞ্জ পৌরসভায় ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আলহাজ্ব জি কে গউছের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চৌধুরী বাজার পুরাতন খোয়াই মুখ এলাকায় অনুষ্ঠিত পথসভায় মোঃ শাহজাহান আরও বলেন- সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব ছিলেন একজন জনপ্রিয় নেতা, অপরদিকে জি কে গউছও একজন জনপ্রিয় নেতা। কিবরিয়া সাহেব ছিলেন একজন জাতীয় পর্যায়ের নেতা, জি কে গউছও ছিলেন পৌরসভার চেয়ারম্যান। তাই তাদের মধ্যে বিরোধের কোন কারন নেই। একজন নেতা আরেকজন জনপ্রিয় নেতাকে হত্যা করারও কোন কারন নেই। শুধুমাত্র হবিগঞ্জে বিএনপিকে নিঃশেষ করে দেয়ার জন্য আওয়ামীলীগ সরকার কিবরিয়া হত্যা মামলায় জি কে গউছকে জড়িয়েছে। পাশাপাশি সিলেটের আরেক জনপ্রিয় মেয়র আরিফুল হক চৌধুরীকেও এই মামলায় জড়ানো হয়েছে। সম্পূর্ণ পরিকল্পিত ও সাজানো মামলা দিয়ে জি কে গউছকে কারাগারে আটক রাখা হয়েছে। বিষয়টি বুঝার জন্য বেশি জ্ঞানের প্রয়োজন নেই। তাই সরকারের এই ষড়যন্ত্র হবিগঞ্জ পৌরবাসী বুঝতে পেরেছে এবং আগামী ৩০ তারিখ ব্যালটের মাধ্যমে এই নির্যাতনের জবাব দিবে। তিনি বলেন- ধানের শীষ একটি দলীয় মার্কা হলেও জি কে গউছ দল মত ও ধর্ম বর্ণের উর্ধ্বে উঠে হবিগঞ্জ পৌরসভায় দায়িত্ব পালন করেছেন। যার স্বাক্ষী হবিগঞ্জ পৌরবাসী। তাই মার্কা দেখে নয় ব্যক্তি দেখে ভোট দিন। জি কে গউছকে আবারও নির্বাচিত করুন। উন্নয়নের অভাব থাকবে না, জায়গা দখল হবে না, জনগণের টাকা ভাগবাটোয়ারা হবে না। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন। পরে মোঃ শাহজাহান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে আনেয়ারপুর বাইপাস পয়েন্ট ও শায়েস্তানগর এলাকায় আরও ২টি পথসভায় তিনি বক্তব্য রাখেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত এসব পথসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার, সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ খালিকুজ্জামান চৌধুরী, এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সফিকুর রহমান চৌধুরী ফারছু, আমিনুর রশিদ এমরান, ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, এডঃ কামাল উদ্দিন সেলিম, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, এডঃ সালেহ উদ্দিন আহমেদ, সরদার মোঃ আইয়ুব আলী পোদ্দার, আজিজুর রহমান কাজল, মাহবুবুর রহমান আউয়াল, মিয়া মোঃ ইলিয়াছ, এডঃ আব্দুল হাই, এডঃ মুদ্দত আহমেদ, এডঃ রমিজ আলী, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, মঈনুল ইসলাম এখলাছ, মহিবুল ইসলাম শাহীন, ক্বারী কবির হোসেন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, আমিনুল ইসলাম বাবুল, শামছুল ইসলাম মতিন, সরদার এম এ মন্নান, ফারুক আহমেদ, এডঃ লিপি আক্তার, এডঃ ফাতেমা ইয়াসমিন, জালাল আহমেদ, এস এম মানিক, এডঃ আফজাল হোসেন, মাওঃ কাশেম বিল­াহ নোমান, আব্দুল হান্নান ফরিদ, শাহ আলম চৌধুরী মিন্টু, আবুল কালাম আজাদ টিপু, খালেদ মিয়া, মহিবুর রহমান, কোহিনুর আলম, সালা উদ্দিন আহমেদ ফারুক, রাজীব আহমেদ, সুকুর আহমেদ, এডঃ আব্দুল মোক্তাদির, এডঃ কামরুল হাসান, মহিবুল ইসলাম সোহেল, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, শাহ মশিউর রহমান কামাল, মর্তুজা আহমেদ রিপন, মহসিন সিকদার, ফখরুল আলম বাবুল, হাসবি সাঈদ চৌধুরী, কুতুব উদ্দিন শামীম, এমদাদুল হক ইমরান, মহিবুর রহমান টিপু, সাইদুর রহমান কুটি, সফিকুর রহমান সিতু, মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, নাসির উদ্দিন আফরোজ, কামাল খান, হাবিবুর রহমান, তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোঃ আবু ছালেক, এডঃ গুলজার খান, মাওঃ সাইদুর রহমান, শামছুল হক শিমুল, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, শেখ মখলিছ, শেখ মিজান, শামছুল আলম লিটন, রুবেল আহমেদ চৌধুরী, জিল­ুর রহমান, হাবিবুর রহমান রিংকু, মহিবুর রহমান শাওন, আরিফে রাব্বানী টিটু, সাইদুর রহমান, সালাউদ্দিন টিটু, সুরাইয়া আক্তার রাখি, নুরজাহান বেগম, মোঃ শাহাজান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com