প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরের পত্মী ও জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী আলেয়া জাহির বলেছেন, পৌর নির্বাচনে ভোট দিয়ে কাউকে কিবরিয়া হত্যার দায় থেকে মুক্ত করা যাবে না। জেল থেকে মুক্তি পেতে হলে বিচারের মাধ্যমেই হবে। ভোটে নয়। যদি ভোটেই কারামুক্তির উপায় হত তাহলে কেউ আদালতে না গিয়ে নির্বাচনে দাড়িয়ে যেত। হবিগঞ্জ শহরকে উন্নয়ন বঞ্চিত করতে সাধারন ভোটারদেরকে বিভ্রান্ত করতে এ ধরনের অপ-প্রচার চালানো হচ্ছে। তাই সময়ের দাবী মেঠাতে এবং উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ প্রার্থী আতাউর রহমান সেলিমকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহŸান জানান তিনি। গতকাল মহিলা আওয়ামীলীগের নেতৃদেরকে নিয়ে আলেয়া জাহির হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী ও পুরান মুন্সেফী এলাকায় ব্যাপক গণসংযোগকালে একথাগুলো বলেন। গণসংযোগে মহিলা আওয়ামীলীগ নেত্রী লুৎফুন্নাহার স্মৃতি, ইসমত আরা জলি, ফেরদৌস আরা, মেয়র প্রার্থী আতাউর রহমানের সহধর্মীনি শিরিন রহমান তালুকদারসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।