এটিএম সালাম, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সুপারি গাছ থেকে পড়ে সবুজ মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃতু হয়েছে। গতকাল বুধবার ভোরে এ ঘটনাটি ঘটেছে। সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করে করেছে থানা পুলিশ। মৃত সবুজ মিয়া ওই গ্রামের আজমল উদ্দিনের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি ৪ সন্তানের জনক ছিলেন। গতকালই তার জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আজমল উদ্দিনের ছেলে ও নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল মিয়ার বড় ভাই সবুজ মিয়া গতকাল বুধবার ফজরের নামাজের পরে তাদের পাশর্^বতী হাওরের জমিতে কাজ করার জন্য ঘর থেকে বের হয়ে যান। পরে তার সাথে পরিবারের লোকজনের আর কোন যোগাযোগ ছিলনা। সকাল সাড়ে ৯টার দিকে জনৈক এক ব্যক্তি দেখতে পায় ওই গ্রামের সাবেক ইউপি সদস্য নাইয়র মিয়ার মৎস্য খামারের পাশে দেখতে পান একটি মৃত দেহ পরে আছে। এ সময় তার শোর চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে দেখতে পান সবুজ মিয়া নিথর দেহ পড়ে আছে। এবং তার পাশেই একটি সুপারিসহ একটি গাছ ভেঙ্গে পরার দৃশ্য দেখা গেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা গৌর চন্দ্র মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয় ও পরিবারের লোকজনের ধারনা হয়ত সুপারি পাড়ার জন্য গাছে উঠেছিল, গাছটি তার ওজন না মেনে ভেঙ্গে পড়ে এবং সবুজ মিয়া মৃতুর কোলে ঢলে পরেন। ব্যক্তিগত জীবনে সবুজ মিয়া ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর খবরে ছেলে মেয়েসহ আত্মীয় স্বজনদের কান্নায় ওই এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে। নিহত সবুজের স্ত্রী শাহেনা বেগম জানান, আমার স্বামী কৃষি কাজের জন্য ফজরের আযানের পড়ে ঘুম থেকে উঠে বেড়িয়ে যান তবে কিভাবে এ ঘটনা ঘটেছে আমরা বুঝতে পারছিনা। এ ঘটনার জন্য নিহতের পরিবারের লোকজন কাউকে দায়ীও করছেন না।