প্রেস বিজ্ঞপ্তি \ বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবিগঞ্জের ৫টি পৌরসভায় নৌকা প্রতীকে ভোট দেয়ার আহŸান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গতকাল রাতে আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের এক জরুরী সভায় এই আহŸান জানানো হয়। সভায় জঙ্গীবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও বোমাবাজদের বিরুদ্ধে ভোট দিয়ে জবাব দিতে স্বাধীনতার স্বপক্ষের সকল লোকজনকে মাঠে নামার আহŸান জানানো হয়। হবিগঞ্জ পৌরসভায় নৌকার বিজয় সুনিশ্চিত করতে জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ একত্রে প্রতিদিন বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোট প্রার্থনার অঙ্গীকার করেন। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ আলী টিপু, আরব আলী, সামছুল হক, শরীফ উলাহ, আবুল ফজল, আলমগীর চৌধুরী, মুকুল আচার্য্য, যুগ্ম-সাধারন সম্পাদক এডঃ সালেহ উদ্দিন, এডঃ লুৎফুর রহমান, মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মোঃ মর্তুজ আলী, এডঃ মনোয়ার আলী, এডঃ আফিল উদ্দিন, আলমগীর খান, আতাউর রহমান, অনুপ কুমার দেব মনা, সেলিম চৌধুরী, এডঃ ক্ষিতিষ চন্দ্র গোপ, এডঃ কুতুব উদ্দিন, তজম্মুল হক চৌধুরী, সজিব আলী, শামীম আহমেদ, এডঃ আব্দুল মোছাব্বির বকুল, এডঃ শাহ ফখরুজ্জামান, এডঃ আবু বকর চৌধুরী, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সৈয়দ কামরুল হাসান, আতাউর রহমান সেলিম, সৈয়দ আফজাল আলী দুদু, এডঃ সুমঙ্গল দাস সুমন, এডঃ সুলতান মাহমুদ, এডঃ মোনতাকিম চৌধুরী খোকন, ইসমাইল হোসেন, আব্দুর রহিম, এডঃ কনক জ্যোতি সেন রাজু, শংখ শুভ্র রায়, এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, এডঃ আব্দুল আহাদ ফারুক ও এডঃ আকবর হোসেন জিতু।