প্রেস বিজ্ঞপ্তি \ চুনারুঘাট পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছুর ধানের শীর্ষ মার্কার পক্ষে বিএনপি নির্বাহী কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা বিএনপির সভাপতি এডঃ তৈমূর আলম খন্দকার ও হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিম পৌর এলাকার বিভিন্ন স্থানে সারাদিন ব্যাপী গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাজী সমাছুল হক তালুকদার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল ফারুক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এডঃ আব্দুল হাই, মীর সিরাজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহŸায়ক ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহŸায়ক এম এ মন্নান, বৃন্দাবন কলেজ ছাত্রদল যুগ্ম আহŸায়ক সাইদুর রহমান, জেলা যুবদল নেতা রাজিব আহমেদ, এখলাছ তালুকদার, হাজী মালেক, উপজেলা ছাত্রদল আহŸায়ক আবু নাঈম হালিম, যুগ্ম আহŸায়ক আব্দুল মন্নান রুমন, আমিনুল ইসলাম সুজন, পৌর ছাত্রদল যুগ্ম আহŸায়ক শাহীন মিয়া, যুবদল নেতা নাছির মিয়া, সুমন মিয়া, জিতু মিয়া, খয়ের মিয়া প্রমুখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন সামছুর পক্ষে ভোট প্রার্থনা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নেয়ার আহŸান জানান।