স্টাফ রিপোর্টার \ শায়েস্তাগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ মেয়র ও ৪ কাউন্সিলর প্রার্থীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। যেসব প্রার্থীকে জরিমানা করা হয়েছে তাদের মধ্যে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ফরিদ আহমেদ অলি ৫হাজার, স্বতন্ত্র মেয়র প্রার্থী রকিব আহমেদ ৮হাজার এবং ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল জলিলকে ৫’শ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর তাহির মিয়াকে ৩হাজার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্বাস উদ্দিনকে ২হাজার এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী তহুরা খাতুনকে ৫’শ টাকা।
গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিতাব পরাগ তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানকালে প্রার্থীদের পোস্টারে প্রেসের নাম, তারিখ ও সংখ্যা উলেখ না করায় তাদেরকে জরিমানা করা হয়।