প্রেস বিজ্ঞপ্তি \ জেলা ওলামালীগের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আতাউর রহমান সেলিম। গতকাল সকাল ১০টায় জেলা আওয়ামীলীগের টাউন হল রোডস্থ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা ওলামালীগের সভাপতি মাওলানা আব্দুল মজিদ। সাধারণ স¤পাদক ক্বারী আলহাজ্ব আব্দুল জলিলের সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামীলীগের জেলা কমিটির সাধারণ স¤পাদক মশিউর রহমান শামীম এবং মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীমসহ হবিগঞ্জ পৌর ওলামালীগ নেতৃবৃন্দ। বক্তারা আওয়ামীলীগের হবিগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী আতাউর রহমান সেলিমকে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে সন্ত্রাস, মাদক, ইভটিজিংমুক্ত আধুনিক হবিগঞ্জ পৌরসভা গড়তে সকলের প্রতি উদাত্ত¡ আহবান জানান।