রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর পৌরসভা নির্বাচনে বউ-শ্বাশুরী ভোট যুদ্ধে নেমেছেন। পৌরসভার সংরক্ষিত ১নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী হিসাবে বতমার্ন কাউন্সিলর সাহা বানু এবং ভাইস্তা বউ মহিলা আওয়ামীলীগ নেত্রী রোজিনা আক্তার শিকদারের ভোট যুদ্ধে নামায় ভোটারদের মাঝে নানা আলোচনায় এসেছেন এ দু’প্রার্থী। বর্তমান কাউন্সিলর শ্বাশুরী সাহা বানু (আঙ্গুর) এবং রোজিনা আক্তার শিকদার (মৌমাছি) প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। কাক ডাকা ভোরেই দু’জন নির্বাচনী প্রচারনায় নেমে পড়েন এবং গভীর রাত পর্যন্ত চলে তাদের প্রচারনা। এ ছাড়া মোছাঃ মাহমুদা বেগম (কাচি) প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।