প্রেস বিজ্ঞপ্তি \ আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আলহাজ্ব জি কে গউছের নির্বাচনী প্রচারনায় অংশ নিতে আজ হবিগঞ্জ আসছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পৌর নির্বাচনের মনিটরিং কমিটির সদস্য সচিব মোঃ শাহজাহান। তার সফর সঙ্গী হবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রায় এক ডজন নেতা। তিনি হবিগঞ্জ পৌর এলাকার কয়েকটি পয়েন্টে পখসভায় বক্তব্য রাখবেন এবং গণসংযোগ করবেন। এ উপলক্ষে হবিগঞ্জে স্থানীয় ২০ দলীয় জোটের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আজকের গণসংযোগ ও পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহŸান জানানো হয়েছে।