স্টাফ রিপোর্টার \ সদর উপজেলা সুলতানশী হাবিলীতে প্রতি বছরের ন্যায় এ বছরও বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভিরযের মধ্য দিয়ে হযরত সিপাহসালা সৈয়দ নাসির উদ্দীন (রহঃ) আল মাদানী এর অর্ধস্তন পুরুষ সৈয়দ আব্দুর নূর হোসাইনী চিশতী (দ্বীনহীন) ওরফে ছগির মিয়ার ৯৬তম পবিত্র বাৎসরিক ওরস শরীফ গত রবিবার অনুষ্ঠিত হয়। এতে সারারাত্র ব্যাপি, ওয়াজ মিলাদ মাহফিল ও সামামাফিল জিগীর আজগার ও কোরআনখানী অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চল থেকে অসংখ্য ভক্ত মুরিদানগণ বিভিন্ন পরিবহন যোগে শরীক হন। রাতে তবারক বিতরন করা হয়। ফজরের নামাজের পর আখেরী মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সুলতানশী দরবারের মোস্তফা হাবিলীর গদ্বীনিশিন ও সাজ্জাদানশীন কামেল পীরজাদা সৈয়দ হাছান ইমাম হোসাইনী চিশতি ওরফে আউলিয়া মিয়া।