নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর এলাকার গন্ধা গ্রামের মোস্তাক আহমদ মিলুর পিতা মোঃ আরফান আলী (১০২) ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি….রাজিউন)। গতকাল সোমবার দুপুর দুইটায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। আজ মঙ্গলবার দুপুর দুইটায় গন্ধা পূর্ব মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৬ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আরফান আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন, জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ জেলা জাপার সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্যানেল মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা যুবলীগ আহŸায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মানবজমিন ষ্টাফ রিপোর্টার এম এ বাছিত, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক গোলাম রসুল চৌধুরী রাহেলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।