মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরের দূর্গানগরে সোমবার ভোররাতে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও প্যান্ট পিছ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-সোমবার ভোররাতে মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ২১৬ বোতল ভারতীয় মদ এবং হরষপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আঙ্গুর মিয়ার নেতৃত্বে বিজিবি টহল দল ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৮১ মিটার প্যান্ট পিছ আটক করে। এ ব্যাপারে মাধবপুর থানায় বিজিবি পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।