প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা ঢাকায় বসবাসকারী কলেজ ছাত্রী সুরাইয়া হোসেন বিথীর উদ্যোগে গরীব অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে তেঘরিয়া আবাসিক এলাকায় শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন একরাম হোসেন বাচ্চু, সোরাইয়া হোসেন বিথী, নিপা বাচ্চু, একাত্তর টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, মোঃ আব্দুল আহাদ, দিলোয়ারা বেগম, আজকের হবিগঞ্জ এর স্টাফ রিপোর্টার এনামুল হক সায়েম, ইশরাত জাহান ইফতি ও মুন্নী প্রমুখ। এ সময় বিথী বলেন, কলেজে আসা যাওয়ার খরচ বাচিয়ে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। ভবিষ্যতে দুস্থদের আরো বেশি সহযোগিতার করতে চান তিনি।