স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ফান্দ্রাইল বাজারে পাঁচপীর মিষ্টান্ন ভাণ্ডারে হামলা ভাংচুর করেছে একদল দুর্বৃত্তরা। এ সময় ওই দোকানের মালিক আষেঢ়া ফান্দ্রাইল গ্রামের রাজু আহমেদ (৩০) কে মারধর করে আহত করা হয়। গত রবিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, একই গ্রামের আলতাব চৌধুরী তুহিন মিয়া ও কদর আলীর সাথে রাজুর বিরোধ চলে আসছিল। এর জের ধরে ওই সময় উলেখিতরাসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়। এসময় রাজু বাঁধা দিলে তাকে মারধর করে আহত করা হয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর থেকে দুর্বৃত্তরা আত্মগোপন করেছে বলে জানা গেছে।