এম এ আই সজিব \ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে জেলা কারাগারের ফটকের রাস্তায় স্বামীকে নিয়ে দুই স্ত্রীর টানা হেচড়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ অলি মিয়া (৩২) নামের ওই স্বামীকে আটক করেছে। সে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল জলিলের পুত্র। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্র জানায়, অলি মিয়া ৫ বছর পুর্বে একই উপজেলার কেউন্দা গ্রামের অনু মিয়ার কন্যা রুবেনাকে বিয়ে করে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখে কাটে। স¤প্রতি অলি মিয়া পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে এবং রুবেনার অনুমতি ছাড়া ২য় বিয়ে করে। রুবেনা নিরূপায় হয়ে স্বামী ও ২য় স্ত্রী সাহেনার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। এরপর থেকে অলি আত্মগোপনে ছিল। গতকাল ধুলিয়াখালস্থ কারাগারের প্রধান ফটকের সামনে রাস্তায় অলি মিয়াকে ঝাপটে ধরে ২য় স্ত্রী সাহেনা। এ সময় ১ম স্ত্রী রুবেনা তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্ঠা চালায়। স্বামীকে নিয়ে দুই স্ত্রীর টানা হেচড়ার ঘটনায় বিব্রত হয়ে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। হবিগঞ্জ সদর থানার এসআই কৃষ্ণ মোহনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে অলিকে আটক করে।