প্রেস বিজ্ঞপ্তি \ আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী (পাঞ্জাবী মার্কা) মোঃ আব্দুল আওয়াল মজনু উঠান বৈঠক ও ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল রবিবার সন্ধ্যায় ৭নং ওয়ার্ডে এ গণসংযোগ ও বৈঠক করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ মুরুব্বী আব্দুল হাকিম, হাজী আব্দুস সামাদ, আব্দুর রফিক, টেনু মিয়া, আলা উদ্দিন, খোকন, আরিফ, শাকিল চৌধুরী, গাজী খান আফজাল, ছায়েদ, শাওন, পলাশ, রিংকু, আব্দুস সালাম ইনু, সুজন, মান্না, আব্দুল আহাদ, মুর্শেদ, জুয়েল, আব্দুস সালাম, জিসান, আলমপনা চৌধুরী মাসুদ, আলমগীর দেওয়ান, আজমান, জাহাঙ্গীর, বাবুল, খোকন, মাসুম, হৃদয়, ইমন, শামীম, শাহজাহানসহ ২ শতাধিক লোক। গণসংযোগকালে কাউন্সিলর প্রার্থী মজনু ৭নং ওয়ার্ডবাসীর নিকট ভোট, দোয়া, আর্র্শীবাদ ও সহযোগিতা কামনা করেন। ভোটাররাও তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।