মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে বিজিবি’র হাতে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এ রায় প্রদান করেন। বিজিবি সূত্রে জানা যায়-রোববার দুপুরে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েক নজরুল ইসলাম উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর এলাকায় অভিযান চালিয়ে ৯পিছ ইয়াবাসহ রাজেন্দ্রপুর গ্রামের মৃহ হাবিবুর রহমানের ছেলে ইউসুফ আলীকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে তিনি এ রায় প্রদান করেন।