নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক দিন ব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টা থেকে ওয়ার্কশপটি উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিলাহর সভাপতিত্বে ও শিক্ষক আশরাফুল আলমের পরিচালায় প্রধান অতিথি ছিলেন-শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি অধিদপ্তরের অটিস্টিক একাডেমি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক সালমা বেগম। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোজাফফর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, বিয়ানীবাজার কলেজের শিক্ষক বিমান বিহারী, সিলেট এমসি কলেজের শিক্ষক জিবন কৃষ্ণ আচার্য্য, আব্দুস সালাম।