এম এ আই সজিব \ বানিয়াচংয়ের মিলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী কাজল মিয়া (৪০) কে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে ডিবি পুলিশের এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রিচি গ্রাম থেকে তাকে আটক করে। সে বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র। পুলিশ জানায়, স¤প্রতি ওই গ্রামে মিলনকে হত্যা করা হয়। এ মামলার এজাহারভুক্ত আসামী কাজল মিয়া পুলিশের হাত থেকে বাঁচতে রিচি গ্রামে আশ্রয় নেয়।