নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে নির্বাচনী প্রচার কাজ চালানোর সময় গতকাল শনিবার দুপুরে ওই গ্রামের জনৈক জামির মিয়া নৌকা প্রতিকের মেয়র প্রার্থী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। ঘটনার প্রেক্ষিতে শনিরার রাতে পূর্ব তিমিরপুর বাজার পয়েন্টে এক সমাবেশ অনুষ্টিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অনকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক হাজ্বী মোজাহিদ আহমদ, পৌর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহŸায়ক সুখেন্দু রায় বাবুল, সাবেক ইউপি সদস্য বশির আহমদ, আজিজুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ নুরুজ্জামান তালুকদার প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিধান ধর, পৌর কৃষকলীগ সভাপতি প্রমথ চক্রবর্তী বেনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লোকমান আহমদ খাঁন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, অবসর প্রাপ্ত পুলিশ সার্জেন্ট মিরাশ মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, পৌর আওয়ামীলীগ নেতা প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, কৃষকলীগ নেতা পিন্টু রায়, পিন্টু দাশ, যুবলীগ নেতা তনুজ রায়, কান্তি তালুকদার, সনজয় ভট্টচার্য্য, উজ্বল সর্দার, ইকবাল আহমদ বেলাল, আবু সালেহ জীবন, হাফিজ মিয়া, পারভেজ আহমদ রাজ প্রমূখ। বক্তাগন এই সন্ত্রাসী ঘটনার বিচারের ভার গ্রামবাসীর উপর ন্যস্থ করে বলেন, সন্ত্রাসী জামির নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব রাজনৈতিক দলেন ইন্ধনে এই ঘটনা ঘটিয়েছে। তারা আরো বলেন, নৌকার বিজয় সন্ত্রাসী দিয়ে ঠেকানো যাবে না। নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর বিজয় নিশ্চিত করতে ও সন্ত্রাসমুক্ত পৌরসভা গড়তে গ্রামবাসীর সহযোগীতা ও সমর্থন কামনা করেন।