স্টাফ রিপোর্টার \ মাধবপুরে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে-নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে মোঃ রুকু মিয়া (২৫) ও মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মোঃ আবু আলীর ছেলে জুয়েল মিয়া (২৩)। গতকাল শনিবার ভোর রাতে শাহপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। থানার এসআই মমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।