বাহুবল প্রতিনিধি \ বাহুবলে দুই জুয়ারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মোহাম্মদ আলী (৩৫) ও হরিপাশা গ্রামের মাসুক মিয়া (৩০)। গতকাল শনিবার বেলা ২টার দিকে বাহুবল মডেল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাছির আলমের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে মিরপুর যাত্রী ছাউনির পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে আটক করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা থানায় আটক রয়েছে।