প্রেস বিজ্ঞপ্তি \ লাখাই উপজেলার বামৈ এ বিশ্ব শান্তি উৎসবের শেষ দিন আজ। গতকাল শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেব কর্তৃক প্রতিষ্ঠিত অসৃত মন্দির আশ্রমে শ্রী শ্রী শংকর চৈতন্য ব্রহ্মচারী অধ্যক্ষ মহারাজের সভাপতিত্বো ও আশীষ কুমার রায় এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিভাকর চক্রবর্তী, স্বপন চক্রবর্তী, মচ্চিদানন্দ, সাধন দেবনাথ, শিক্ষক পিন্টু চন্দ্র শীল, রবীন্দ্র, জম্মেজয়, ভবতোষ বিমল প্রমূখ।
বক্তাগন, সমাপ্তি দিবসে উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দের আগমন সফল করতে ও ২৪ প্রহর ব্যাপী নাম যজ্ঞের আরো সুন্দর করতে আহবান জানান।