প্রেস বিজ্ঞপ্তি \ বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের হোসেনপুর, লালপুর, নিধনপুর, আলাপুর, গোয়ালবাধা, দরছপুর গ্রামে সরকারীভাবে ১ কোটি টাকা ব্যয়ে ৮ কিলোমিটার বিদ্যুৎ লাইনের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। এ বিদ্যুৎ লাইন নির্মাণ করে এ ৬টি গ্রামের ৫’শ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে। এসব গ্রাম ৪৪ বছর ধরে বিদ্যুৎ বঞ্চিত ছিল।
১৫ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠানিকভাবে এ লাইনের উদ্বোধন করেন এমপি কেয়া চৌধুরী। লালপুর দূর্গা মন্দির প্রাঙ্গণে উদ্বোধন পূর্ব সুবোধ চন্দ্র দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্যে হবিগঞ্জ-সিলেট জেলা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, এখানে বিদ্যুতের জন্য আমাকে কেউ বলতে হয়নি। আমি এমপি হয়ে এসব গ্রাম নিজ ইচ্ছায় পরিদর্শন করেছি। এ সময় জানতে পারি গ্রামগুলোতে বিদ্যুৎ নেই। আমি শেখ হাসিনার উপহার হিসেবে আপনার জন্য এ বিদ্যুৎ নিয়ে এসেছি। এতে অলোয় আলোকিত হবে গ্রামগুলো। তিনি বলেন, বিনা পয়সায় আপনাদের জন্য বিদ্যুৎ দেয়া হচ্ছে। সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, হপবিস জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, ডিএসএম রায়হানুল ইসলাম। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শামছু মিয়া, শশাংক দাশ, রিঙ্কু দাশ, ধীরেন্দ্র দাশ, মাষ্টার কালা চান্দ দাশ, উপজেলা প্রকল্প কর্মকর্তা আশিষ কর্মকার, আওয়ামীলীগ নেতা সামিউল ইসলাম, যুবলীগ নেতা মোঃ মনির খান, শামীম আহমেদ, পারুল মিয়া, তরুণলীগ নেতা বিলাল মিয়া, ছাত্রলীগ নেতা আলউদ্দিন আহমেদ প্রমুখ। সভা শেষে জনতাকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী বিদ্যুৎ লাইনের নির্মাণ কাজ উদ্বোধন করেন।