প্রেস বিজ্ঞপ্তি \ মহান বিজয় দিবস উপলক্ষে শহরে বিজয় র্যালী করেছে সামাজিক সংগঠন “হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম” এর নেতৃবৃন্দ। গত ১৬ ডিসেম্বর বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ শহরের স্থানীয় দূর্জয় স্মৃতিসৌধ থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী বাজার পয়েন্টে গিয়ে এক পথসভায় মিলিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তরফদার মোঃ জাকারিয়া রুবেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সভাপতি শেখ সুলতান মোঃ কাউছার, সহ-সভাপতি রিয়াজ আহমেদ পিয়াস, আসাদুজ্জামান উজ্জল, শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদ, বিদ্যুৎ শাহী আলম, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান, আব্দুস সালাম, প্রচার সম্পাদক শেখ আবু মোঃ ফয়সল।
এতে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, তানভীর আহমেদ চৌধুরী, মহিবুর রহমান শাহীন, বিশ্বজিত রায়, অনিক রঞ্জন দাস, আব্দুল বাতির সেলিম, মাহমুদল হাসান, নোমান আহমেদ, আশরাফ আহমেদ রিয়াদ, আশরাফুল ইসলাম পিয়াস, সুমন গোপ, তোফায়েল আহমেদ, শাহজাহান চৌধুরী, সুমন চৌধুরী, মকবুল হোসেন, মমিনুল শুভ, বিষ্ণু চন্দ্র শীল, রুপন চক্রবতী, ধনঞ্জয় দাশ, জাহারিয়া রায়হান রতন, আব্দুর রকিব, আরিফ, প্রিন্স, সোহান, নাঈম, মুহিত, সুজন প্রমুুখ।