প্রেস বিজ্ঞপ্তি \ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল নবীগঞ্জ উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনকল্পে গত ২ ডিসেম্বর রাতে হবিগঞ্জ জেলা সাইবারদলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সাইবার দলের সভাপতি শারফিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওসমানগনী রুমির পরিচালনায় এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ উপজেলা সাইবারদলের নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ছায়াদ আহমেদ-কে সভাপতি, শেখ সালেহ আহমদকে সাধারণ সম্পাদক ও এম, কে হুমায়ুন কবির মুরাদ-কে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক, সহ-সভাপতি শাহ্ রুহেল আহমেদ রাজ, সাইদুল হাছান চৌধুরী মিজান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, এবাদুর রহমান চৌধুরী, তোফায়েল আহমেদ আয়ান, দপ্তর সম্পাদক সোহাগ আহমেদ, প্রচার সম্পাদক সম্পাদক ফরহাদ হাছান বাবুল।