প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কালা মিয়া ও তার পরিবারকে নোয়াপাড়া সততা যুব সংঘের সংবর্ধনা প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া মোঃ কালা মিয়ার বাস ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া সততা যুব সংঘের উপেদেষ্ঠা মাসুক মিয়া, জাহির উদ্দিন, কাশেম মিয়া, জালাল উদ্দিন, যুব সংঘের নেতৃবৃন্দ আঃ রব, দুলু মিয়া, জয়নাল হাজারী, জাহাঙ্গীর, আঃ রবিক, গোলাপ, তাহের, মাহেদ, রিপন, সোহাগ, সুজাত, গোলাপ (২), প্রমুখ। সংবর্ধিত ব্যক্তিবর্গের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।