স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামে ভাবিকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। আহতরা জানান, ওই গ্রামের সহিদ ও কাওছার তাদের ভাবি রিনাকে প্রায়ই মারধর করতো। এ ঘটনা নিয়ে গতকাল নজরুল ইসলাম ও সহিদের মাঝে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উলেখিতরা আহত হয়। গুরুতর আহত অবস্থায় নজরুল (১৮), আশ্বব উলা (৬৫), আকরাম আলী (৫০), সামিরা (৪০) ও রিনা (৩২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।