রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার শাহনগর এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাজাঁ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-বৃহস্পতিবার দুপুরে মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহনগর এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাজাঁ উদ্ধার করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।