এনাম স্মৃতি সংঘ, পইল ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার এর উদ্যোগে আয়োজিত ১২,১৩,১৪ ডিসেম্বর-তিন দিন ব্যাপী বিনামূল্য চক্ষু শিবির সফল ভাবে সম্পন্ন করতে নিস্বার্থ অবদান রাখায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার এর সকল কর্মকর্তাবৃন্দ, ডাঃ নাসিরুদ্দিন ভুঁইয়া-সিভিল সার্জন, হবিগঞ্জ, জয়দেব কুমার ভদ্র- পুলিশ সুপার, হবিগঞ্জ, সৈয়দ আহমদুল হক- চেয়ারম্যান, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ, আশফাকুল হক চৌধুরী- নির্বাহী কর্মকর্তা, হবিগঞ্জ সদর উপজেলা, ডাঃ এটিএম আব্দুর রকিব চৌধুরী- সাবেক পরিচালক স্বাস্থ্য, সিলেট বিভাগ, ডাঃ সৈয়দ এম আবরার জাবের, মোঃ শামসুল হক- প্রধান শিক্ষক, পইল হাই স্কুল, পইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রর সকল কর্মকর্তাবৃন্দ, এনাম স্মৃতি সংঘের সকল সদস্য ও সর্বোপরি পইল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আমাদের অশেষ কৃতজ্ঞতা পইল গ্রামের কৃতি সন্তান, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার এর সভাপতি ও অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক (চক্ষু) ডাঃ সৈয়দ হামেদুল হক ও তার টিমের সকল চিকিৎসকদের, যাদের অক্লান্ত পরিশ্রমে রোগী বাছাই ও অস্ত্রোপচারের মত কষ্টসাধ্য কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
সৈয়দ মঈনুল হক আরিফ
সভাপতি, এনাম স্মৃতি সংঘ, পইল, হবিগঞ্জ।