রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর পৌরসভার ২ জন মেয়র, ২৮ জন কাউন্সিলর ও ৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে প্রতীক বরাদ্ধ দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম ও নিবার্চন কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। সকাল থেকেই প্রত্যেক প্রার্থী বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক নিয়ে হাজির হন মিলনায়তনে। প্রতীক বরাদ্ধের পর সমর্থকদের করতালিতে মুখরিত হয়ে উঠে হলের ভেতর ও বাহির। মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হিরেন্দ্র লাল সাহা নৌকা ও বিএনপি সমর্থিত প্রাথী ধানের শীষ প্রতীক বরাদ্ধ দেয়া হয়। সংরক্ষিত ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সাহা বানু (আঙ্গুর) মোছাঃ মাহমুদা বেগম (কাচি) ও রোজিনা আক্তার শিকদার (মৌমাছি) ২নং ওয়ার্ডে বর্তমান মোছাঃ ইশরাত জাহান ডলি (মৌমাছি) ও মোছাঃ শরিফা বেগম (কাচি) ৩নং ওয়ার্ডে বর্তমান স্বপ্না পাল (মৌমাছি) ও অপু রানী পাল (কাচি)। সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বর্তমান গোলাপ খাঁন (উটপাখি) মোঃ রফু মিয়া (পাঞ্জাবি) মোঃ আবুল কাশেম (বোতল) ও আবুল কাশেম চৌধুরী (ডালিম) ২নং ওয়ার্ডে বর্তমান হরিদাস রায় (উটপাখি) লিটন রায় (টেবিল ল্যাম্প) মোঃ আব্দুল হাকিম (ব্ল্যাকবোড) ও ফিরোজ মিয়া (পানির বোতল) কেশব লাল বণিক (পাঞ্জাবি) ৩নং ওয়ার্ডে বর্তমান মোঃ সামসুল আলম (পাঞ্জাবি) ও বাবুল হোসেন (উটপাখি) ৪নং ওয়ার্ডে বর্তমান আবুল বাশার (পানির বোতল) মোঃ মনিরউদ্দিন পাঠান (পাঞ্জাবি) ও মোঃ উমর আলী ভুইয়া (উটপাখি) ৫নং ওয়ার্ডে মুখলেছুর রহমান (উটপাখি) মোঃ লাল মিয়া (পানির বোতল) ও ফিরোজ মিয়া (পাঞ্জাবি) ৬নং বর্তমান সুরঞ্জন পাল (উটপাখি) সুনীল চন্দ্র দাস (পানির বোতল) ও বিশ্বজিত চন্দ্র দাস (পাঞ্জাবি) ৭নং ওয়ার্ডে বর্তমান দুলাল চন্দ্র মোদক (উটপাখি) মোঃ আবুল খায়ের (পাঞ্জাবি) অজিত কুমার পাল (টেবিল ল্যাম্প) সুজিৎ রায় (পানির বোতল) ৮নং ওয়ার্ডে বর্তমান বিমল চন্দ্র ঋষি (উটপাখি) ও শ্যামল চন্দ্র ঋষি (পাঞ্জাবি) ৯নং ওয়ার্ডে বর্তমান মোঃ দুলাল খাঁ (পানির বোতল) মোঃ সেলিম মিয়া (পাঞ্জাবি) ও মোঃ গোলাম নূর (উটপাখি) প্রতীক বরাদ্ধ পেয়েছেন। ৩০ ডিসেম্বর পৌরসভার ১৩,১৬০ জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন।