শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ ২ যুবক গ্রেফতার আজমিরীগঞ্জে পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু চুনারুঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জিকে গউছ ॥ আওয়ামীলীগ গত ১৫টি বছর জোর করে ক্ষমতায় ছিল শহরের মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত সফিক আটক পোদ্দার বাড়ি থেকে ২য় স্ত্রীর মামলায় নজরুল গ্রেফতার হবিগঞ্জ শহরের ঘাটিয়া আবাসিক এলাকায় দুঃসাহিক চুরি ॥ ৩৫ লক্ষাধিক টাকার মালামাল খোয়া নবীগঞ্জে মেডিকেল ক্যাম্পে প্রফেসর ডাঃ খালেদ মোহসীন ॥ ‘আউশকান্দিতে আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে চাই’ হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল খান ও সাংবাদিক উজ্জলের বিরোধ নিষ্পত্তি মুড়ারবন্দে ৩ দিন ব্যাপী ওরস ১৪ জানুয়ারি শুরু নবীগঞ্জে ডাক্তারের চেম্বার ও দোকানে দুঃসাহসিক চুরি

মাধবপুর পৌরসভায় ২ জন মেয়র ২৮ জন কাউন্সিলর ও ৭জন মহিলা কাউন্সিলরের মধ্যে প্রতীক বরাদ্ধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ৬৬২ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর পৌরসভার ২ জন মেয়র, ২৮ জন কাউন্সিলর ও ৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে প্রতীক বরাদ্ধ দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম ও নিবার্চন কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। সকাল থেকেই প্রত্যেক প্রার্থী বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক নিয়ে হাজির হন মিলনায়তনে। প্রতীক বরাদ্ধের পর সমর্থকদের করতালিতে মুখরিত হয়ে উঠে হলের ভেতর ও বাহির। মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হিরেন্দ্র লাল সাহা নৌকা ও বিএনপি সমর্থিত প্রাথী ধানের শীষ প্রতীক বরাদ্ধ দেয়া হয়। সংরক্ষিত ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সাহা বানু (আঙ্গুর) মোছাঃ মাহমুদা বেগম (কাচি) ও রোজিনা আক্তার শিকদার (মৌমাছি) ২নং ওয়ার্ডে বর্তমান মোছাঃ ইশরাত জাহান ডলি (মৌমাছি) ও মোছাঃ শরিফা বেগম (কাচি) ৩নং ওয়ার্ডে বর্তমান স্বপ্না পাল (মৌমাছি) ও অপু রানী পাল (কাচি)। সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বর্তমান গোলাপ খাঁন (উটপাখি) মোঃ রফু মিয়া (পাঞ্জাবি) মোঃ আবুল কাশেম (বোতল) ও আবুল কাশেম চৌধুরী (ডালিম) ২নং ওয়ার্ডে বর্তমান হরিদাস রায় (উটপাখি) লিটন রায় (টেবিল ল্যাম্প) মোঃ আব্দুল হাকিম (ব্ল্যাকবোড) ও ফিরোজ মিয়া (পানির বোতল) কেশব লাল বণিক (পাঞ্জাবি) ৩নং ওয়ার্ডে বর্তমান মোঃ সামসুল আলম (পাঞ্জাবি) ও বাবুল হোসেন (উটপাখি) ৪নং ওয়ার্ডে বর্তমান আবুল বাশার (পানির বোতল) মোঃ মনিরউদ্দিন পাঠান (পাঞ্জাবি) ও মোঃ উমর আলী ভুইয়া (উটপাখি) ৫নং ওয়ার্ডে মুখলেছুর রহমান (উটপাখি) মোঃ লাল মিয়া (পানির বোতল) ও ফিরোজ মিয়া (পাঞ্জাবি) ৬নং বর্তমান সুরঞ্জন পাল (উটপাখি) সুনীল চন্দ্র দাস (পানির বোতল) ও বিশ্বজিত চন্দ্র দাস (পাঞ্জাবি) ৭নং ওয়ার্ডে বর্তমান দুলাল চন্দ্র মোদক (উটপাখি) মোঃ আবুল খায়ের (পাঞ্জাবি) অজিত কুমার পাল (টেবিল ল্যাম্প) সুজিৎ রায় (পানির বোতল) ৮নং ওয়ার্ডে বর্তমান বিমল চন্দ্র ঋষি (উটপাখি) ও শ্যামল চন্দ্র ঋষি (পাঞ্জাবি)  ৯নং ওয়ার্ডে বর্তমান মোঃ দুলাল খাঁ (পানির বোতল) মোঃ সেলিম মিয়া (পাঞ্জাবি) ও মোঃ গোলাম নূর (উটপাখি) প্রতীক বরাদ্ধ পেয়েছেন। ৩০ ডিসেম্বর পৌরসভার ১৩,১৬০ জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com