প্রেস বিজ্ঞপ্তি \ দুলদুল চৌধুরীকে আহŸায়ক করে ও ৮ জন যুগ্ম আহŸায়ক সহ ৩১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন কমিটি গতকাল সন্ধ্যায় অনুমোদন দেয়া হয়। নবীগঞ্জ শহরের জুয়েল ম্যানশনে কমিটি আলোচনা গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা তরুনলীগের আহŸায় পারভেজ রাজ ও পরিচালনা করেন যুগ্ম আহŸায়ক হক মোঃ আঃ হাই ও বিশন রায়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা এবং কুর্শি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক তুহিন আহমেদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুর রহমান কাওসার কবিরসহ ছাত্রলীগ ও তরুনলীগের অশংখ্য নেতাকর্মী। সম্মতিতে দুলদুল চৌধুরীকে আহŸায়ক জিহাদ আহমেদ সুজাত, মারুপ আহমেদ ইব্রাহীম, সুমন আহমেদ, মিজানুর রহমান চৌঃ (জুহিন), আক্তার হোসেন, মির্জা আশরাফুল বেগ, কয়েস মিয়া ও লিটন সুত্রধরকে যুগ্ম আহŸায়ক করে ৩১ সদস্য বিষিস্ট আহŸায়ক কমিটি ঘোষনা করে কমিটিতে অনুমোদন দেওয়া হয়।