মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর-মনতলা সড়কের নুশরা জেনারেল হাসপাতালের কাছে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদসহ দু’ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী সিএনজিটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হল উপজেলার সুলতানপুর গ্রামের মকসুদ আলীর ছেলে অটোরিক্সা চালক কামাল মিয়া (৩৫) এবং খিলগাওঁ গ্রামের ক্ষেত্রমোহন দেব নাথের ছেলে চন্দন দেব নাথ (৩২)। শনিবার ভোরে মনতলা তদন্ত কেন্দ্রে’র ইনচার্জ এস.আই সফিকুল আলম সরকার উলেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ ব্যাপারে ওই কেন্দ্রের এএসআই শামীম সরকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।