এক্সপ্রেস ডেস্ক \ প্রাক্তন প্রেমিকার ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ফেসবুকে পোস্ট করায় গ্রেফতার যুবক। পুরুলিয়া শহরের ঘটনা। সাবির আহমেদ নামে ওই যুবককে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত। পুলিশের দাবি, বেশ কয়েক বছর ধরে এলাকারই এক তরুণীর সঙ্গে সাবিরের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। অভিযোগ, এরপরই প্রাক্তন প্রেমিকার ঘনিষ্ঠ মুর্হুতের ছবি ফেসবুকে পোস্ট করে সাবির। শুক্রবার পুরুলিয়া সদর থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। তার ভিত্তিতে শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।