স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের পইল হাইস্কুলে ৩ দিন ব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ আহমদুল হক শিবিরের উদ্বোধন করেন। লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ গ্র্রেটার জেলার উদ্যোগে ও এনাম স্মৃতি সংসদ আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা শিবির কার্যক্রম উদ্বোধনের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন ডা: সৈয়দ হামেদুল হক। প্রধান অতিথি ছিলেন এএসপি মাসুদুর রহমান মনির। সম্মানিত অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশফাকুল হক চৌধুরী, পিডিজি মোঃ আখতারুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। এনাম স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ মইনুল হক আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন লায়ন্স ক্লাব সচিব ডা: ধীমান সাহা জুয়েল, ডা: প্রদীপ পোদ্দার, ডা: অভিজিত রায়, ডা: মনোজ কান্তি সাহা, ডা: নাসিব হায়দার চৌধুরী, ডা: প্রনব সাহা, ডা: রুনু নাহার রুনা, হাজী আম্বর আলী, আনোয়ার শরীফ, শাহজাহান মাস্টার, হাজী সাহাব উদ্দিন, হাজী লতিফ উলা প্রমুখ। দিন ব্যাপী সহ¯্রাধিক চক্ষু রোগীকে পরীক্ষা নিরীক্ষান্তে প্রয়োজনী ঔষধ প্রদান করেন এবং শত রোগীকে রবিবার চক্ষু অপারেশনের জন্য রেখে দেয়া হয়েছে।