এক্সপ্রেস ডেস্ক \ কাজাখস্তানের সাবেক প্রধানমন্ত্রীর শেরিক আকমেতভকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির আদালত। তিনি ২০১২ সাল থেকে ২০১৪ সার পর্যন্ত কাজাখস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ সময় তার বিরুদ্ধে অর্থ আতœসাৎ এবং ক্ষমতা অপব্যবহারসহ নানা অভিযোগ ওঠে। গত শুক্রবার কাজাখাস্তানের বাণিজ্যিক শহর কারাগান্দার একটি আদালত শেরিককে দোষী সাব্যস্ত করে ১০ বছর কারাদন্ড আদেশ দেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাত ও ক্ষমতা অপব্যবহারসহ দুনীর্তির ৪ টি অভিযোগ প্রমাণ হয়েছে বলে উলেখ করেন আদালত। সূত্র : ইয়াহু নিউজ