প্রেস বিজ্ঞপ্তি \ রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে ব্রিকস্ ফিল্ড শ্রমিকদের মাঝে গতকাল মাস্ক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোটারিয়ান সুখলাল সূত্রধর আর.এফ.এস.এম এর ব্রিকস্ ফিল্ড কে.এম.ব্রিকস পুকড়াতে শ্রমিকদের মধ্যে মাস্ক পরিধানের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন। রোটার্যাক্টর কাকলি সূত্রধরের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি আলহাজ্ব শামীম আহসান, পিপি সুখলাল সূত্রধর আর.এফ.এস.এম, প্রেসিডেন্ট ইলেক্ট বাদল কুমার রায়, রোটার্যাক্টর প্রেসিডেন্ট কৃষ্ণ চন্দ্র শীল, পিপি শুভজিৎ দেব শাওন পি.এইচ.এফ, নয়ন চন্দ্র দেব, জারিন তাসলিম পপি, ইমন সূত্রধর, এক্স রোটার্যাক্টর পিপি দিবাকর পাল পি.এইচ.এফ, সাজু সূত্রধর এবং স্থানীয় ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং কর্মস্থলে সবসময় ব্যবহারের জন্য উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠান শেষে শ্রমিকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।