বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলের আকিজ কোম্পানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪ মাধবপুরে দেড় মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জের বোয়ালজুর গ্রামে কৃষকের সবজি বাগান কর্তন করে লক্ষাধিক টাকার ক্ষতি হাজী মোহাম্মদ মধু মিয়ার ৬ষ্ট মৃতুবার্ষিকী আজ সাংবাদিক অপু আহমেদ রওশন দৈনিক ঘোষণার হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বিভাগীয় শিশু কিশোর ইসলামি সংস্কৃতিক প্রতিযোগিতায় ॥ হবিগঞ্জ আহছানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ছাত্রের কৃতিত্ব গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে হবিগঞ্জ প্রেসক্লাব নবীগঞ্জে খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসার বার্ষিক জলসা অনুষ্ঠিত নবীগঞ্জে বিএনপির নির্বাচনী সভায় হামলার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের নবীগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরের অভিযোগ

কয়েকটি গ্রামের পরিবেশ দূষনের অভিযোগ \ মাধবপুরে মার কোম্পানীতে গ্রামবাসীর হামলা ভাংচুর

  • আপডেট টাইম শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫
  • ৫৭২ বা পড়া হয়েছে

মোঃ রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শাহপুর এলাকায় স্থাপিত মার কোম্পানী লিঃ এর বিরুদ্ধে পরিবেশ দূষিত করায় বিক্ষুব্ধ গ্রামবাসী গতকাল শুক্রবার বিকেলে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় ৭টি গাড়িসহ অফিসের দরজা, জানালা ও আসবাবপত্র ভাংচুর করা হয়। হামলায় গ্রামবাসী, কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীসহ ১০ জন আহত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। দীর্ঘ সময় মহা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
pic madhabpur(habigonj) 11- 12- 15 copyস্থানীয় সূত্রে জানা যায়- ওই দিন বিকেলে ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের কয়েকটি গ্রামের জনসাধারণ মার কোম্পানীর বর্জ্য অপসারণের প্রতিবাদ জানাতে কোম্পানীর ভিতর প্রবেশের চেষ্টাকালে গেইটে অবস্থানরত সিকিউরিটিদের সাথে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ জনতা ভেতরে প্রবেশ করে কোম্পানীর প্রবেশ গেইট, ৭টি গাড়িসহ অফিসের দরজা, জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। হামলায় গ্রামবাসী, কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীসহ কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের মধ্যে এক্তিয়ারপুর গ্রামের আব্দুস শহীদ (৫০), একই গ্রার্মে রুবেল মিয়া (২৫), কোম্পানীর শ্রমিক গিয়াস উদ্দিন (৫০), বাসির মিয়া (৩০), জাহাঙ্গীর (৩৫), নিরাপত্তা প্রহরী রঞ্জন (২৫) ও আব্দুর নূর (৪০)কে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু, মাধবপুর থানা এবং স্থানীয় ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করলে তারা অবরোধ তুলে নেন।
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আখতার হাসান উদ্দিন জানান-কোম্পানীর ইটিপি (বর্জ্য পরিশোধনাগার) পরীক্ষামূলক চালুর উদ্যোগ নেন। এ সময় পার্শ্ববর্তী গ্রামগুলোর বাসিন্দারা লাঠিসোটা নিয়ে কোম্পানীতে হামলা করে। এতে তাদের ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন-অপরিশোধিত বর্জ্য পার্শ্ববর্তী খালের মাধ্যমে নদীতে ফেলা হয়। এতে আশপাশের গ্রামগুলোর দুর্গন্ধ ছড়ানো ছাড়াও হাঁস, মুরগী ও গবাদি পশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যচ্ছে। চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষও।Habiganj pic (1) copy
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোল­া মনির হোসেন জানান- এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত কেমিকেল কোম্পানী ‘মার লিমিটেড’ ২০১২ ইংরেজী সনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাধবপুর উপজেলার শাহপুর এলাকা নির্মিত হয়। নির্মাণের পর থেকেই কর্তৃপক্ষ কোম্পানীর দূষিত ও দূর্গন্ধ বর্জ্য পাহাড় থেকে ভাটির দিকে নেমে যাওয়া ছড়ায় অপসারণ করছে। এ নিয়ে গত ৩০ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয়ে এক বৈঠক হয়। ওই বৈঠকে মার লিমিটেড কর্তৃপক্ষ ১৬ মার্চের মধ্যে বর্জ্য অপসারণ প্রকল্প (ইটিপি) নির্মাণের আশ্বাস দিলে এর আগ পর্যন্ত কোম্পানী বন্ধের নির্দেশ দেন পরিবেশ অধিদপ্তর-সিলেট এর পরিচালক।
পরিবেশ অধিদপ্তরের আদেশের পরও কোম্পানী চালু রাখেন কর্তৃপক্ষ। এতে বিক্ষুব্ধ হয়ে ইটিপি নির্মাণের আগ পর্যন্ত কোম্পানী বন্ধ রাখার নির্দেশ দিয়ে কর্তৃপক্ষকে পত্র দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com