এম এ আই সজিব \ হবিগঞ্জের ৫টি পৌরসভা নির্বাচনে বাতিলকৃত প্রার্থীদের আপিলের শুনানী শেষে ১ মেয়র ও ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকী ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুণানী শেষে এ ঘোষণা দেয়া হয়। বৈধ হওয়া প্রার্থীরা হলেন-হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আব্দুল কাদির ও সংরক্ষিত ৭, ৮ ও ৯ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী অর্পনা বালা পাল, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের রেজিয়া সুলতানা ও ৪নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী শেখ আব্দুল হান্নান। নবীগঞ্জ পৌরসভায় ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রোকেয়া বেগম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুর মিয়া। শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুখলেছ মিয়া। বাতিল হওয়া ৯ জন প্রার্থী হলেন- হবিগঞ্জ পৌরসভায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোহেল আহমদ, ৬নং ওয়ার্ডের সিতেস চন্দ্র দাস, শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী তুলনা আক্তার চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফিজ নেয়ামুল হক, ৩নং ওয়ার্ডের আব্দুস সালাম, মাধবপুর পৌরসভায় ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী দেলোয়ারা আক্তার হেনা, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এমদাদুর রহমান, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবুল মিয়া, চুনারুঘাট পৌরসভায় কাউন্সির প্রার্থী ৪নং ওয়ার্ডের আব্দুস শহিদ।
এব্যাপারে জেলা প্রশাসক সাবিনা আলম সংবাদিকদের জানান, মানোনয়নপত্রের সাথে ব্যাংক চালান, হলফ নামায় স্বাক্ষর না থাকা, ঋণ খেলাপীসহ বিভিন্ন কারণে ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ১ মেয়র ও ৬ কাউন্সিলর প্রার্থী কাগজপত্র সংশোধন করায় তাদের মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।