স্টাফ রিপোর্টার \ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নছরতপুর রেলগেইট নামক ত্রিমোহনাটি মৃত্যুফাঁদে পরিনত হয়েছে। ত্রিমোহনায় গাছ লাগিয়ে, জঙ্গল সৃষ্টি করে, ব্যানার টাঙ্গিয়ে, ফলক নির্মাণ করে, অবৈধ স্থাপনার ফলে মানুষ্য সৃষ্ঠ দুর্ঘটনার কারণ অপসারণে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহŸান জানিয়েছেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। গতকাল ১১ ডিসেম্বর শুক্রবার ছিল নছরতপুর মহাসড়কের ত্রিমোহনায় সড়ক দুর্ঘটনায় নিহত নুরপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি কাজী তাজুল ইসলাম ফারুকের কুলখানি। দেশের পতিথযশা শিল্পপতি, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহ হাজার হাজার নারী পুরুষ কুলখানিতে অংশগ্রহণ করে। নূরপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন কাজী বাড়ীতে মরহুমের পরিবার আয়োজিত কুলখানিতে অংশ নিয়ে ফেরার পথে দূর্ঘটনাস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। পর্যবেক্ষণে দেখা যায় কমান্ডেন্ট মানিক চৌধুরী সড়কের জিরো পয়েন্ট অর্থাৎ নছরতপুর রেলগেইটে কোন গেইটম্যান নেই, জিরো পয়েন্টে মহাসড়কের উত্তর পার্শ্বের উভয় দিকে ১ শত মিটারের মধ্যে গাছপালা এবং হবিগঞ্জের প্রবেশ মূখে বনজঙ্গল, ব্যানার টাঙ্গানো, নির্মিত ফলক ও অবৈধ স্থাপনার কারণে মহাসড়কের বামে ডানে চলন্ত গাড়ী দেখা যায় না। ফলে হবিগঞ্জ থেকে যাওয়া গাড়ী দূর্ঘটনা কবলিত হয়ে প্রতিনিয়ত জানমালের ক্ষতি হচ্ছে। নছরতপুর বাজারের কয়েকজন অভিজ্ঞ ব্যক্তির মতামত গ্রহণ করে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন নছরতপুর রেলগেইট সংযোগ সড়কের দুর্ঘটনা প্রবণ স্থান ছাড়াও মাধবপুর থেকে শেরপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে অনুরূপ স্থাপনা অপসারণ করে দুর্ঘটনারোধ সহ জানমালের নিরাপত্তা রক্ষার্থে জরুরী ভিত্তিতে যথোপযুক্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য হবিগঞ্জ জেলার দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহŸান জানান।