নবীগঞ্জ প্রতিনিধি \ ইউনেস্কো ক্লাব নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের মাতা অঞ্জলী রানী পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউনেস্কো ক্লাব নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। শোক জ্ঞাপনকারীরা হলেন, সংগঠনের সভাপতি কালীপদ ভট্টচার্য্য, সহ-সভাপতি এডঃ সুষেন্দ্র দাশ, যুগ্ম সাধারন সম্পাদক পবিত্র বনিক, ডাঃ অমলেন্দু সুত্রধর, বাদল কৃষ্ণ বনিক, শিক্ষক রাখাল চন্দ্র দাশ, নিতেশ রায়, রাজীব কুমার রায়, পিন্টু রায়, সলিল বরন দাশ, শ্যামল কুমার পাল, নারায়ন পাল, জীবন ভট্টচার্য্য, জ্যোতিষ সরকার, সুমন দাশ, দিলীপ গোপ, লিপ্টু তালুকদার, বিপুল চক্রবর্তী, সজল চন্দ্র গোপ প্রমূখ। শোক জ্ঞাপনকারীরা তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।