এম এ আই সজিব \ শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭যাত্রী। নিহত সিএনজি চালক হলেন-চুনারুঘাট উপজেলার আছকির মিয়ার ছেলে কাউছার মিয়া। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জের সন্নিকটে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার শাকিরমামুদ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাসী সিএনজি (হবিগঞ্জ-থ-১১-০৯৭৪) দেউন্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ক্রস করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (মেট্রো চ-১১-৫৪৯৩) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক কাউছার মিয়া নিহত এবং ৭ জন আহত হয়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চুনারুঘাট উপজেলার কাপুরিয়া গ্রামের রহিম উদ্দিনের পুত্র তৌফিক মিয়া (২৫), একই উপজেলার মৃত আঃ মতিনের পুত্র বাবুল মিয়া (৫০) এবং বাবুল মিয়ার পুত্র ইলিয়াছ মিয়া (২০), শায়েস্তাগঞ্জের নিশাপট গ্রামের মোঃ সেলিম মিয়ার পুত্র সিয়াম (২), সেলিম এর স্ত্রী আছমা (২৮) বানিয়াচং উপজেলার দক্ষিণ নন্দিপাড়া মহলার দিলুয়ার মিয়ার স্ত্রী সুমনা খাতুন (২৫) এবং তার ৯ দিনের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে বাবুল মিয়া এবং ইলিয়াছ মিয়াকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার সাথে সাথে উত্তেজিত জনতা প্রায় ২ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।