প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জের মোঃ আতাউর রহমান চৌধুরী শাহিন যুক্তরাজ্যের নর্দামব্রিয়া ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেছেন। ব্যাচলর অব’ল ডিগ্রী লাভ করায় গত ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর ঞধহহর এৎবু-ঞযড়সঢ়ংড়হ তাকে সনদপত্র প্রদান করেন। মোঃ আতাউর রহমান চৌধুরী শাহিন ঢাকার নর্দান ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সনদ লাভ করে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন। আইন বিষয়ে উচ্চতর ডিগ্রী লাভের জন্য তিনি যুক্তরাজ্যে গমন করেন। মোঃ আতাউর রহমান চৌধুরী শাহিন নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামের বাসিন্দা নবীগঞ্জ শহরের রেঁনেসা ফ্যাশনের স্বত্বাধিকারী হাজী আব্দুস সামাদ চৌধুরী, মোছাঃ মাহুমদা খানম চৌধুরীর কনিষ্ট পুত্র ও ব্যবসায়ী আব্দুর রকীব চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ সাইদুল হক চৌধুরী ছাদিক, গ্রীস প্রবাসী মোঃ সাহিদ চৌধুরী এবং সাংবাদিক হাবিবুর রহমান চৌধুরী শামীমের ভাই। তিনি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করেছেন।