প্রেস বিজ্ঞপ্তি \ কারামুক্তি লাভ করেছেন নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী সিএনজি শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা অনদুল মিয়া। গতকাল বৃহস্পতিবার তার জামিন হলে শত শত নেতাকর্মী অর্ধশতাধিক সিএনজি যোগে জেল গেইট থেকে তাকে ইমামবাড়ী নিয়ে যান। তাকে ফুলের মাল্য দিয়ে ভূষিত করে নেতাকর্মীরা।
এ সময় সদ্য কারামুক্ত ইমামবাড়ী সিএনজি মালিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই ও শ্রমিক নেতা আফজল মিয়াকেও মালা দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, আব্দুলাহ মিয়া, ফরহাদ মিয়া, জাকির হোসেন, নিজাম উদ্দিন, মুহাইমিন, নুরুল আমিন, আরজু মিয়া, সফিকুর নুর, তপন সিন্ধু সরকার, আহসান আলী, টিপু মিয়া, বাছিত মিয়া, সেতু মিয়া, এখলাছ মিয়া, জাহেদ মিয়া, সাইদুর মিয়া, খোকন মিয়া, হিফযুল মিয়া, এরশাদ আলী, রহমত মিয়া, মামদুদ মিয়া, শরীফ আহমেদ, সাজু মিয়া, রাসেল আহমেদ, আবিদ মিয়া, জাহেদ মিয়া, রনি মিয়া, আতিকুর রহমান ও আহমদ মিয়া প্রমূখ।