প্রেস বিজ্ঞপ্তি \ এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজীগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদরাসা পরিদর্শন করেছেন। এ সময় আওয়ামীলীগের নবীগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ রিজবী আহমদ খালেদ, লতিফিয়া হাফিজিয়া মাদরাসার উপদেষ্টা সদস্য ডা. সাজ্জাদুর রহমান, মাওলানা আঃ মন্নান উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে এমপি কেয়া চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান নবীগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ও লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছাত্র নেতা মোঃ সুহেল মিয়া ও অত্র মাদরাসার শিক্ষক হাফিজ মোঃ আবুল কাশেম। এসময় আরো উপস্থিত ছিলেন লতিফিয়া হাফিজিয়া মাদরাসার সভা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হোসেন মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান মিয়া, দুলাল প্লাজা ও মহসিন ভিলার ব্যবসায়ী মোঃ রাজু মিয়া, মোঃ আমির হোসেন, মোঃ সামছুল মিয়া, মোঃ সাহিন মিয়া, মাসুদ মিয়া ও লতিফিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্রবৃন্দ। কেয়া চৌধুরী এম,পি বলেন এখানে কোরআন শিক্ষা হয়, কোরআন শিক্ষাকে আমি ভালবাসি, আমি এই ঐতিহ্যবাহী লতিফিয়া হাফিজিয়া মাদরসার উন্নয়নের জন্য কাজ করে যাব ইনশাআলাহ।