চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটে মুক্তিযোদ্ধার সনদ চুরি করে ভূয়া নাতনী সেজে মুক্তিযোদ্ধা কোটায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকুরী করছেন দুই খালাতো বোন। এ দুই শিক্ষিকা হলেন-চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের আব্দুন নুরের মেয়ে ঝুনু আক্তার ও একই গ্রামের ছেরাগ আলীর মেয়ে সালমা আক্তার শেলী। এদের মধ্যে সালমা আক্তার চুনারুঘাট উপজেলার সতং প্রাথমিক বিদ্যালয়ে এবং ঝুনু আক্তার উবাহাটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে চাকুরী করছেন। যে মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করা হয়েছে তিনি হলেন-একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব। ঘটনাটি জানাজানি হওয়ার পর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দিয়েছেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২০১২ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাক-প্রাথমিক শাখায় শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে অন্যান্য বিজ্ঞপ্তির মতোই বিভিন্ন কোটার খাতে মুক্তিযোদ্ধা কোটারও উলেখ ছিল। বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ঝুনু আক্তার ও সালমা আক্তার শেলী মুক্তিযোদ্ধায় কোটায় আবেদন করে। সেখানে তারা নিজেদেরকে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাবের মেয়ের দিকের নাতনী বলে ভূয়া সনদ আবেদনপত্রের সাথে যুক্ত করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানও তাদেরকে প্রত্যয়নপত্র প্রদান করেন।
তারা দুজনই নিয়োগ পরীক্ষায় অংশ নেন। পরবর্তীতে হবিগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিস থেকে ১৯ নভেস্বর ২০১৩ তারিখে ইস্যুকৃত নিয়োগ পত্রে মোছা: সালমা আক্তার, পিতা: মো: চেরাগ আলী, মাতা: ছুকেরা খাতুন, গ্রাম: বালিয়ারী, ডাকঘর: মাধবপুর, উপজেলা: চুনারুঘাট, জেলা হবিগঞ্জকে নবীগঞ্জ উপজেলার কালা ভরপুর ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও মোছা: ঝুনু আক্তার, পিতা: মো: আব্দুর নূর, মাতা: মোছা: সুফিয়া খাতুন, গ্রাম: বালিয়ারী, ডাকঘর: মাধবপুর, উপজেলা চুনারুঘাট, জেলা: হবিগঞ্জকে নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা হিসাবে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগপত্র পাওয়ার পর ৪/১২/২০১৩ তারিখে তারা স্ব স্ব বিদ্যালয়ে যোগদান করেন। পরের বছর ২০১৪ সালের ৮ জুন তারিখে নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক ইস্যুকৃত স্মারক নং উনিশ/নবী/হবি/বদলী/২০১৪/২৯৩ আন্ত: উপজেলা বদলী করে সালমাকে চুনারুঘাট উপজেলার সতং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঝুনুকে উবাহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়। বর্তমানে উভয়ই বহাল তবিয়তে চাকুরী করে যাচ্ছেন।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে ৯ ডিসেম্বর জেলা সহকারী শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তদন্ত করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো: আ: ওহাব ওই দুই শিক্ষিকার চাচাতো নানা হয়। তাদের আপন নানা হচ্ছেন ইউনুছ উলাহ ওরপে তোতার বাপ।
মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব জানান, তারা আমার সনদ কিভাবে নিয়েছে আমি জানি না। তারা আমার ঘর থেকে চুরি করে নিয়ে গেছিল বলেও তিনি জানান।
উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী জানান, মুক্তিযোদ্ধা আ: ওয়াহাবের চাচাত ভাই মরহুম ইউনুছ উলাহর মেয়ের ঘরের নাতনি হল সালমা আর ঝুনু। এই সুবাধে ওই মুক্তিযোদ্ধার নাতনী হয় তাই দিয়েছি। তা দিয়ে কি করছে আমার জানা নেই।
চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মুহাম্মদ জুনাঈদ বলেন, একটি অভিযোগ পেয়েছি তবে তা তদন্ত করেছেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা।
তদন্তকারী সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহবুদ্দিন জানান, অভিযোগ পেয়ে গত সোমবার তদন্তে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন বলেন, তদন্ত চলছে, তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে, ব্যবস্থা গ্রহণ করা হবে।