স্টাফ রিপোর্টার \ শায়েস্তাগঞ্জে দুইটি দোকানে চুরি হয়েছে। চোরেরা দুই দোকান থেকে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে ব্যবসায়ীরা জানান। গত মঙ্গলবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পৌর শহরের ড্রাইভার বাজারে ইউনিক কম্পিউটার ও একটি ফার্মেসীতে চুরির ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে চোরেরা ওই দোকানের পিছন দিকে টিনের ছাল কেটে ভিতরে প্রবেশ করে। ইউনিক কম্পিউটারের মালিক ইকবাল হাসান জানান, দোকানের ১টি কম্পিটার, ১ টি ক্যামেরা, ১ টি স্ক্যানার, ১টি প্রিন্টার ও ২ টি মোবাইল নিয়ে গেছে চোরেরা। ফার্মেসী মালিক ডাঃ আব্দুলাহ জানান, দোকানের ক্যাশ বাক্সে জমি রেজিষ্ট্রারী করার জন্য রাখা ৮০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।