এম এ আই সজিব \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের আপিলের ২য় দিনে হবিগঞ্জ জেলার ৫ পৌরসভার বাতিলকৃত ১৯ কাউন্সিলরের মাঝে আরো ৬ কাউন্সিলর ও ১ মেয়র প্রার্থী আপিল করেছেন। গতকাল মঙ্গলবার — তারা জেলা প্রশাসকের নিকট এ আপিল করেন। গতকাল যারা আপিল করেছেন তারা হলেন, পিপল্স পার্টির হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল কাদির। কাউন্সিলদের মাঝে হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থী সিতেশ চন্দ্র পাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মুখলেছ মিয়া, মাধবপুর পৌরসভার এবাদুর রহমান ও বাবুল মিয়া। মহিলা কাউন্সিলরদের মাঝে হবিগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী রেজিয়া সুলতানা, মাধবপুর পৌরসভার মহিলা কাউন্সিলর দিলুয়ারা আক্তার হেনা। বুধবার বিকাল ৫টা পর্যন্ত মেয়র প্রার্থীদের আপিল করার শেষ সময়। আগামী ১১ ডিসেম্বর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আপিল শুনানী অনুষ্ঠিত হবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত কাউন্সিলর প্রার্থীদের আপিল আবেদনের শেষ দিন ছিল। এর আগে গত সোমবার আপিলের প্রথম দিনে ৮ কাউন্সিলর প্রার্থী আপিল আবেদন দাখিল করেছিলেন। নির্বাচন অফিস সূত্র জানায়, গত শনিবার ও রবিবার দুই দিনে হবিগঞ্জ মনোনয়ন যাচাই বাছাইকালে মেয়র পদে পিপলস পার্টির প্রার্থী মোঃ আব্দুল কাদির আয়কর সার্টিফিকেট জমা না দেয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।
আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং ১৪ ডিসেম্বর স্বতন্ত্র মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে এবং কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক বরাদ্দের আগে এসব প্রার্থীরা প্রচারণা করতে পারবেন না।